ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষেদের হল রুমে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ ভিপি মুছার সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন ওসমানীনগর শাখার প্রোগ্রাম অর্গানাইজার পিকলু দাশের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদিপুর হুছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাদিপুর ইউনিয়নের পরিষদের সচিব মারুতি নন্দন দাম, ব্রাক মাইগ্রেশন দক্ষিণ সুরমা শাখার প্রোগ্রাম অর্গানাইজার বেদানা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, সাদিপুর ইউনিয়নসহ ওসমানীনগরের সকল প্রবাসীদের কল্যাণে কাজ করছে ব্র্যাক, তাদের সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমাদের পক্ষ থেকে বিদেশ যাওয়ার ব্যাপারে সকল প্রবাসীকে পরামর্শ দেওয়া হবে, তারা যেন সরকারি সকল প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামছুল ইসলাম শামীম, শাহ্ ঈসমাইল আলী, এসাম উদ্দিন, বখতিয়ার উদ্দিন, রেখা রানী ধর, ওসমানীনগর উপজেলার প্রবাস বন্দু ফোরামের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া মুন্নাসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগন এবং প্রবাস ফেরত নারী ও পুরুষ।