ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীকগুলো বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দের পরপরই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রার্থীদের পথসভা ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নবীগঞ্জ উপজেলা।
নবীগঞ্জে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম পেয়েছেন ঘোড়া প্রতিক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগর প্রথম সংগঠনিক সম্পাদক এ.কে.এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল দোয়াত কলম প্রতিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মোটরসাইকেল প্রতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার প্রতিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু চিংড়ি মাছ প্রতিক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন আনারস প্রতিক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের পেয়েছেন কৈ মাছ প্রতিক, মোস্তফা কামাল পেয়েছেন কাপ প্লেট প্রতিক।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ পেয়েছেন মাইক প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী তালা প্রতীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী টিয়া পাখি প্রতীক, সাংবাদিক মুরাদ আহমেদ চশমা প্রতীক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ উড়োজাহাজ প্রতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান বৈদ্যুতিক বাল্ব প্রতীক, হেলাল চৌধুরী আইসক্রিম প্রতীক, রুবেল আল মামুন তালুকদার টিউবওয়েল প্রতিক ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী পেয়েছেন বই প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম পেয়েছেন হাঁস প্রতীক এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি পেয়েছেন ফুটবল প্রতীক।