গোলাপগঞ্জ প্রতিনিধি : গত ৮ মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ সহ ৯জন নেতাকর্মীর উপর পরাজিত প্রার্থীর দায়েরকৃত মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) বাদ আসর গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কদমতলী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নুর ম্যানশনের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আশিদূর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আফজাল হোসেন আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, আব্দুল মালেক, হাদিউজ্জামান মাসুম, বেলাল আহমদ, সুমন আহমদ, মশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জেবুল, আলা উদ্দিন আলাই, মইজ উদ্দিন, জিয়া উদ্দিন, আফজাল আহমদ, মাহমুদ হোসেন, এইচ কে মান্না, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, পৌর যুবলীগ নেতা রুমেল আহমদ, চেরাগ আলী,রাহেল আহমদ, জাফরুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, হাম্মাদ আহমদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি হাসানুর রহমান হাসান, সাংস্কৃতিক সম্পাদক সুজন আহমদ।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ, পৌর ছাত্রলীগ নেতা রাহিন আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির আবির, ছায়মন আহমদ, তানভীর আহমদ, রিমন আহমদ, তাজুল আহমদ, আবিদ আহমদ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ঘোড়া প্রতীকের প্রার্থী জাবেদ নির্বাচনী আচরণবিধি ও আইনভঙ্গ করে ভোট শুরুর ছয় ঘন্টা আগে রাতে তার নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। এছাড়া তার ওপর হামলার ঘটনা সাজান। তিনি উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও দোয়াত কলম প্রতীকের সমর্থকদের ফাঁসানোর হীন মতলবে এই মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল আলী, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম সহ সকল নেতৃবৃন্দের ওপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। সেই সাথে যে কোন পরিস্থিতির দায়ভার জাবেদকে নিতে হবে বলে জানান তারা।
উল্লেখ, গত ৭ মে উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহিদুর রহমান বাদি হয়ে মঞ্জুর কাদির শাফি এলিমের সমর্থক গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ ৯জন নেতাকর্মীর ওপর মামলা দায়ের করেন।