গোলাপগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বিপ্রতীপ চন্দ তাপ্পু।
বুধবার (৮মে) রাতে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে অভিনন্দন জানান তিনি।
তাপ্পু বলেন, 'বিগত ২০ মাস নিষ্ঠার সাথে উপজেলায় কাজ করেছেন মঞ্জুর কাদির শাফি এলিম। তার দায়িত্বকালীন সময়ে উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলাবাসী ভোট দিয়ে তাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি নবনির্বাচিত চেয়ারম্যানকে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।'
নির্বাচনে চেয়ারম্যান পদো দোয়াত কলমের প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম পেয়েছেন ৩৭,৭৮৯ ভোট৷ এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সুফিয়ান উজ্জল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯.,০১৭ভোট৷ আরেক চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৫,১৯৭ ভোট।