গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১১টায় পৌর শহরের মার্ভেলাস টাওয়ারে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এএনসি উপজেলার সহসভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন-বিভাগীয় সহকারী ফ্যাসিলিটেটর মো.মোতাব্বির হোসেন।
এসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়া এ কমিটির সদস্যরা বিগত দিনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে যে অবদান রেখেছেন তা সকলেই তুলে ধরেন।
অনুষ্ঠানে এএনসি উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।