বালাগঞ্জ প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ২ হাজার ৪৫টি ভোটের ব্যবধানে সিলেটের বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
তিনি আনারস প্রতীক নিয়ে মোট ২১হাজার ৩শ ৩৮ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর কাপ পিরিচ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৯ হাজার ২শ ৯৩ টি।
বুধবার (২৯ মে) রাত ১১ টার দিকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নয়ন পুরকায়স্থ আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। এ ছাড়াও চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৪ হাজার ১শ ৩৯ ভোট পেয়েছেন সামস্ উদ্দিন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের সৈয়দ আলী আছগর ১৬ হাজার ২শ ২১ টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া জাবের টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫শ ৭০ টি ভোট। অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকে মোস্তাক উদ্দিন আহমদ পেয়েছেন ৭ হাজার ৭শ ৯৯ টি ভোট, নুরে আলম ২ হাজার ৯৬ ভোট, মোশাহিদ আলম ২ হাজার ৩৮ ভোট।
এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবু আক্তার মনি ফুটবল মার্কা নিয়ে ২৮ হাজার ৫শ ৯১ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অর্পনা রানী দেব কলস প্রতীক নিয়ে ১৫ হাজার ১শ ২৪ টি ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের সূত্র জানা যায়, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন ২ জন। এ উপজেলায় মোট ভোটার ৯৭ হাজার ৩শ ১৭ জন। এর মধ্যে মোট ভোট দিয়েছে ৪৫ হাজার ৭শ ২০ জন। মোট ভোটকেন্দ্র ৩৬টি।
চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে ৪৬.৯৮%। ভাইস চেয়ারম্যান পদে ৪৬.৯৪%। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬.৯৪% ভোট কাস্ট হয়েছে।