কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীমকে বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়ে কোম্পানীগঞ্জের চেয়ারম্যান হলেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন।
তিনি আনারস প্রতীকে ২৮ হাজার ২৭৮ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ শামীম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১৩ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত ১০ টায় ভোট গণনা শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লাল মিয়া (চশমা) প্রতীকে ২৯ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (মাইক) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৫ ভোট।
তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম (কলস) প্রতীকে ২৭ হাজার ৮৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন জাহান ফাতেমা (হাসঁ) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৩২ ভোট।
দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোট কেন্দ্রে মানুষ কম থাকলেও দুপুরের পর মানুষকে কেন্দ্রমুখী হতে দেখা যায়। প্রশাসনের ভূমিকা ছিলো নিরপেক্ষ এবং চোখে পড়ার মতো।