ওসমানীনগর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে চান। তিনি যুবসমাজের হাতে খেলাধুলা সরঞ্জাম তুলে দিয়েছেন। আর অন্য দল যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি ছাত্র ও যুব সমাজের হাতে খাতা-কলম তুলে দেয়ায় আজকে লেখাপড়ার দিকে অগ্রসর হচ্ছে যুবসমাজ।
শুক্রবার (১০ মে) রাতে ওসমানীনগরের গোয়ালাবাজার খাদিমপুর রোডস্থ ইউনিক স্পোর্টস সেন্টার ইন্ডোর'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশকে আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন বঙ্গবন্ধুর কন্যা। বিএনপি নেত্রী মুচকি হাসি দিয়েছিলেন উনি বুঝতে পারেননি ডিজিটাল বাংলাদেশ কি। আগামী দিনে এই যুব সমাজই মাদকাসক্তিকে না বলে খেলাধুলার দিকে এগিয়ে গিয়ে বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ গড়বে।
গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আলী হোসেন রানার পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) সার্কেল আশরাফুজ্জামান পিপিএম সেবা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ শাকির আহমদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা প্রমুখ।