গোলাপগঞ্জ প্রতিনিধি : টানা ৪দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত রাব্বি আহমদ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১১টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরুণ পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের ছেলে। সে পৌর এলাকার কদমতলী মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত রাব্বি আহমদের পিতা শামেল আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কদমতলীস্থ একটি বিল্ডিং এর দু'তলায় থাই এর কাজ করছিলো রাব্বি আহমদ। এসময় অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে সে বিল্ডিং এর নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।