নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান সেফু, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শেখ ছইফা রহমান কাকলি।
নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান শেফু (চিংড়ি মাছ) পেয়েছেন ২৫,১৫৯ ভোট, বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২১,৭৫১ ভোট, মোটর সাইকেল প্রতীকে এডভোকেট সুলতান মাহমুদ পেয়েছেন ২০,৫৬৩, একে এম নুর উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে ১৭,৯৪২ ভোট, ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার ১৭,০৪৭ ভোট, বুরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীকে ৩,৩৭৬, আবুল খায়ের কৈ মাছ প্রতীকে ১,৯৫০ ভোট, শেখ মোস্তফা কামাল কাপ পিরিচ প্রতীকে ১,৯০৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সাইফুল জাহান চৌধুরী (তালা চাবি) ৩৯,৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন, বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ (মাইক) প্রতীকে পান ১৮,০৩৮, সিদ্দিকুর রহমান চৌধুরী বই প্রতীকে ১৮,৪৪১, হেলাল চৌধুরী আইসক্রীম প্রতীকে ১,২৬১, রুবেল আল মামুন তালুকদার টিউবওয়েল প্রতীকে ৬,৯৪০ ভোট, অনর উদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৭,০৪৬ ভোট, মুরাদ আহমেদ চশম প্রতীকে ১,৮৮৩ ভোট, আলমগীর আহমেদ চৌধুরী সালমান বাল্ব প্রতীকে ৯,৩৮১ ভোট, আব্দুল আলীম ইয়াছিনী টিয়া প্রতীকে ৬,৬০৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) ২৩,৫৪৪ ভোট ও বিজয়ী প্রার্থী পান শেখ ছইফা রহমান কাকলি (ফুটবল) ৮৬,৬১৫ ভোট। এদিকে রাতে ঘন্টাখানেক নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।