গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্ছু আহমদ নামে এক যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ মে) সকালে নিহত বাচ্ছু আহমদের বোন পারুল বেগম বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং-০৮, তারিখ-১২-০৫-২০২৪ইং) দায়ের করেন। মামলায় ৬জনকে আসামি করা হয়।
এঘটনায় প্রধান আসামি শামছুল আরেফিন রনিসহ এজহারভুক্ত ৫জন আসামিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের তোয়াইদ মিয়ার ছেলে শামছুল আরেফিন রনি (৩০), মৃত তমরেজ আলীর ছেলে তোয়াইদ আলী (৫৫), আব্দুল মতিনের ছেলে মিনহাজ আহমদ (৩৮), তোয়াইদ আলীর স্ত্রী হাসনা বেগম (৪৫) ও শামছুল আরেফিন রনির স্ত্রী লিজি বেগম (২৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন বলেন, 'আসামিদের আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।'
উল্লেখ্য, গত শনিবার (১১মে) বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র বাচ্ছুর সাথে তার চাচাতো ভাই শামছুল আরেফিন রনির বাগবিতণ্ডা হয়৷ বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই শামছুল আরেফিন রনি দা দিয়ে বাচ্ছুকে কোপ দিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।