গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
নিহত সুহেদা বেগম (১০) ও সাজেদা বেগম (৭) ওই গ্রামের জয়নাল আহমদের মেয়ে। তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সকলের অগোচরে নিহত দুই বোন ও তাদের ছোট ভাই অন্য শিশুদের সাথে গোসল করতে কুশিয়ারা নদীতে যায়৷ গোসলের এক পর্যায়ে হঠাৎ দুই বোন পানিতে তলিয়ে যায়। তখন গোসলে থাকা অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজনসহ আশপাশের মানুষ ছুটে এসে তাদের খুঁজতে থাকেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়৷ এরপর বিকেল ৩টার দিকে তলিয়ে যাওয়া স্থানের পাশ থেকে স্থানীয়রা নদীতে জাল ফেলে শিশু দুইটির মরদেহ উদ্ধার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।