বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের অভিযানে ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আজির উদ্দিন (৫০) ও রাজনগর এলাকার আহমদ আলী (৪৫)।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে পাশ্ববর্তী উপজেলা জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী একদল পুলিশ সদস্যদের নিয়ে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গোদামঘাট কোনাপাড়া এলাকায় চলে যান। সেখানে সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরীর বাড়ির সামনে থেকে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানায় পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান জানান, আটককৃত আজির উদ্দিন সহ তার সহযোগীরা সিলেটের বিশ্বনাথসহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলাও রয়েছে। এধরণের ঘটনার খবর শুনলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার ও আহবান জানান তিনি।