গোলাপগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী উপজেলার লক্ষীপাশা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন বিগত নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সোমবার (১৩ মে) রাতে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, 'বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১৫ হাজার মানুষের ভালোবাসা আমি পেয়েছি৷ নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি সবাইকে সাথে নিয়ে বিগত দিনের মতো আগামী দিনেও উপজেলার মানুষের সুখ-দুঃখে আমি পাশে থাকতে চাই। আপনারা সকলেই দিনরাত আমার জন্য পরিশ্রম করেছেন, আপনাদের আন্তরিকতা আমি কখনো ভুলতে পারবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'
মতবিনিময় সভায় লক্ষীপাশা ইউনিয়নের সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।