জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আসামপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামপাড়া আবাসন প্রকল্পের ৬ নং ব্যারাকের পিছনে সরকারি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।