গোলাপগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার আগামী ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টায় পৌরসভা কনফারেন্স হলরুমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সকলের নাম ঘোষণা করেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এর আগে গত সোমবার (২০ মে) আগামী ২ বছরের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন।
কমিটিতে উপদেষ্টারা হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন, ব্যবসায়ী আলিম উদ্দিন।
নতুন কমিটিতে সংগঠনের সাবেক সভাপতি মো.ইলিয়াছ আহমদকে পুনরায় সভাপতি ও মো. আব্দুল আজিজ বাবরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি কামাল আহমদ, সুলতান আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ, সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আল-আমিন, সুমন আলী, মো.এমরান হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মো.আব্দুর রউফ সুজন, প্রচার সম্পাদক আব্দুল আজাদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক মো.শামিম আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রিজু আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.সাইদুল ইসলাম আহাদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মো.অলিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শেফা বেগম, যুব বিষয়ক সম্পাদক মো.শিমুল আহমদ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- শেখ নুরুল ইসলাম, মো.মাহবুবুর রহমান, মো.এহসান আহমদ, সাহেন আহমদ, মুস্তাফিজুর রহমান খান নাইম, মো.জিয়া উদ্দিন, মো.শাকিল আহমদ, শাহিন আহমদ, রিমন আহমদ, মো.ফাহিম আহমদ, দেলোয়ার হোসেন মান্না, মোহাম্মদ জুবের আহমদ, অলিউর রহমান, সাকেল আহমদ, তামিম আহমদ, সানী আহমদ, মো.রুহুল আমিন, মো.আনোয়ার হোসেন ছয়ফুল, দেলওয়ার হোসেন, হারুনুর রশীদ।