গোলাপগঞ্জ প্রতিনিধি : দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ৷
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট জামে মসজিদে জুমার নামাজের মধ্যে দিয়ে গণসংযোগ ও পথসভা করেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদ৷
এদিন সুনামপুর বাজারে গণসংযোগ পরবর্তীতে বৃহত্তর ঢাকাদক্ষিণ বাজারে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন জাবেদ।
গণসংযোগ শেষে স্থানীয় ঢাকাদক্ষিণ বাজারে পথসভায় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ তার বক্তব্যে বলেন, 'মানুষের ভাগ্যউন্নয়নের জন্য আমি নির্বাচনে এসেছি। আমি উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এখনও কাঙ্খিত উন্নয়ন হয়নি। যেসকল জায়গায় উন্নয়ন হয়নি সেকল জায়গা নিয়ে কাজ করতে চাই। এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। ভোট বিপ্লবের মাধ্যমে এবার ঘোড়া প্রতীকের জয় হবে ইনশাআল্লাহ।'
গণসংযোগ ও পথসভায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।