ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১ হাজার ৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ আউশ মৌসুমে ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
একজন কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনা মিয়া, উপজেলা (অতিরিক্ত) কৃষি কর্মকর্তা সায়মা নাজনীন, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা প্রমুখ।