বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র মুহিবুর রহমান ও পৌর আওয়ামীলীগের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২৮ এপ্রিল) পৌর শহরের নুতনবাজারে মেয়রের বাসার সমনে এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে মেয়রের বাসায় তার অনুসারীরা ও অল্প দূরত্বে মারমুখী অবস্থান নেন পৌর আওয়ামীলীগের আহবায়ক আবদুল জলিল জালালের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মেয়রের প্রতি অনাস্থা প্রস্তাব আনা একাধিক পৌর কাউন্সিলর। খবর পেয়ে ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন, মেয়র অনুসারী কালিগঞ্জ এলাকার আনোয়ার আলী, পৌরশহরের মোল্লারগাঁও গ্রামের ইংরেজ আলী, ও জানাইয়া গ্রামের সমুজ আলী।
জানা যায়, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানীর অভিযোগে দেয়া নারী কাউন্সিলর রাসনা বেগমের মামলায় আসামি হওয়ার প্রতিবাদে বিকেল ৩টায় নিজ বাসার সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন মেয়র মুহিব।
অপরদিকে একই সময়ে-অল্প দূরত্বে সভাস্থলের ঠিক বিপরীতে জনতা ব্যাংকের সামনে কাউন্সিলর রাসনার উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত মেয়রকে গ্রেফতারের দাবীতে সভা আহবান করে পৌর আওয়ামী লীগ। ঘটনার দিন সভার নির্ধারিত সময়ের আগেই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বনাথ পৌরশহর। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাংচুর করা হয় সভার চেয়ার, একাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
এক পর্যায়ে মেয়র অনুসারী কাউন্সিলর ফজর আলী গাড়িসহকারে ঘটনাস্থল অতিক্রম করার সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উত্তেজিত কর্মীরা গাড়ি উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কিছু ঘটনাস্থলের অপরপ্রান্তে অবস্থান নিয়ে উল্টো এ পথে ফিরলে তাকে ধাওয়া করে তারা।
পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল জলিল জালাল বলেন, আমাদের প্রতিবাদ সভায় তার (মুহিব) পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়, জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করেছি।
মেয়র মুহিবুর রহমান বলেন, ‘প্রতিবাদ সভা শুরু হবার পূর্বেই পরিকল্পিতভাবে তারা অস্ত্রে-সজ্জিত হয়ে আমার বাসা আক্রমণ করে। সভায় যোগ দিতে আসা লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ভাংচুর করা হয় একাধিক গাড়ি। পৌরসভার দুর্নীতিবাজ কতিপয় কাউন্সিলর ও তাদের সহযোগী পৌর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।