ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মির্জা শহিদপুর গ্রামের ভিতরে মিলিটারী খালের পাশের রাস্তায় গার্ডওয়াল নির্মাণেন পর ফাটল দেখা দিয়েছে। গার্ডওয়াল নির্মাণের কিছু দিন পর ফাটল এবং খালের দিকে ওয়ালটি হেলে যায়। বাধ্য হয়ে গ্রামের লোকজন সুপারির গাছ দিয়ে আড় বেঁধে ঝুঁকিপ‚র্ণ অবস্থায় চলাচল করছেন। গত ২০২২-২৩ অর্থ বছরে এডিপি বরাদ্দ থেকে কাজটি পান আব্দুল হাফিজ নামের একজন ঠিকাদার।
জানা গেছে, গত ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা শহিদপুর গ্রামের ভিতর মিলিটারী খালের পাশের রাস্তায় ১লক্ষ ২০হাজার টাকা ব্যয়ে ৩০ফুট দৈর্ঘ্যের একটি গার্ডওয়াল স্থাপনের কাজ পান উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন গ্রামের ঠিকাদার আব্দুল হাফিজ। গত জানুয়ারী মাসে কাজটি শেষ হওয়ার সাথে সাথেই ওয়ালের মধ্যখানে ফাটল দেখা দেয় এবং ওয়ালটি হেলে যায়। এরপর স্থানীয় লোকজন বারবার সংশ্লিষ্ট ঠিকাদারকে ওয়াল মেরামত করে মাটি ভরাট করে দিতে বললেও কোন ফলাফল হয়নি। বিষয়টি স্থানীয় উমরপুর ইউপি চেয়ারম্যান এম গোলাম কিবরিয়াকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তায় মাটি ভরাট ও ওয়াল মেরামতের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় ব্যবসায়ী নুর আলী বলেন, আমরা একটি পাড়ায় প্রায় আড়াইশত লোকের বাস। এ রাস্তা দিয়ে আমরা সকল চলাচল করি। গার্ডওয়ালটি ফেটে হেলে গেছে। মাটি ভরাটও হয়নি। খুবই ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। গ্রামের বাসিন্দা রেখা বেগম বলেন, কাজটি অত্যন্ত নিম্ন মানের হয়েছে বলেই ফেটে গেছে।
আবুল হোসেন বলেন, আমাদের হাটা চলাচলের জন্য একটি মাত্র রাস্তা। বাড়ির কোন মানুষ মারা গেলে এ রাস্তা দিয়ে লাশ বের করা যায় না। নৌকা দিয়ে লাশ বের করতে হয়।
আমীর আলী বলেন, কাজ করার পর মাটি ভরাট না করায় রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়েছে।
উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গোলাম কিবরিয়া বলেন, এ কাজে বরাদ্ধ নেওয়াই ঠিক হয়নি। এটি একটি নদীর মধ্যে অবস্থিত। এখানে গার্ডওয়াল টিকবে না। এখানে আগে নদী শাসন করে উন্নয়ন বরাদ্ধ দেওয়া উচিৎ ছিল।
ওসমানীনগর উপজেলা প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, এ কাজটি সম্পন্ন হয়েছে। বাহির দিকে মাটি ভরাটের কথা ছিল। কাছে মাটি না পাওয়ায় সম্ভবত ঠিকাদার মাটি ভরাট করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
ঠিকাদার আব্দুল হাফিজ বলেন, আমি কাজ সম্পন্ন করে বিলও এনেছি। এখন কাজ সঠিক হয়নি বলে গ্রামের কে অভিযোগ করেছে? আমি মান ঠিক রেখেই কাজ সম্পন্ন করেছি।