জৈন্তাপুর প্রতিনিধি : বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২ আগস্ট) দুপুর ১২ টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি'র আওতাধীন সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নিজপাট লামাপাড়া নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একটি গুদাম হতে ভারতীয় ৩৩ বস্তা এবং বাংলাদেশের ফ্রেশ ব্যান্ডের বস্তায় মোড়ানো ১৪১ বস্তা সহ মোট ১৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ১৭৪ বস্তা ভারতীয় চিনির পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।