বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ দক্ষিণ সুরমা ও ওসমানীনগরের সীমান্তবর্তী নাজির বাজারে সিআর এম আইডিপি ২০২২-২০২৩ ইং প্রকল্পের আওতায় প্রায় ৫কোটি টাকা ব্যয়ে হাটবাজার উন্নয়ন বিষয়ক ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব (এমপি)।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভায় নাজির বাজারে বাজার পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহিত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। দেশ এখন বিশ্বের একমাত্র মডেল। উন্নয়নের কথা বিবেচনা করে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, লালা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান, সহ প্রচার প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, সমাজসেবী আবদুল কুদ্দুস তালুকদার প্রমুখ।