নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাসেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সবুজ দল ৩-০ গোলে সিলেট জেলা লাল দলকে পরাজিত করে বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।