নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামে বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় পরিবেশ পদক ও দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকতের সভাপতিত্বে শুরুতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অধ্যাপক মতিন সৈকত বলেন 'তরুণ প্রজন্মকে কৃষি পরিবেশ জলবায়ু শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রীড়ামোদী হিসেবে গড়ে তুলতে হবে। দেশের খাল-নদী জলাশয়, পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে বৈপ্লবিক অবদান রাখতে হবে।'
এসময় বক্তব্য রাখেন সমাজকর্মী, সংগঠক, নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল, দুদকের সাবেক সহকারী পরিচালক কবি মোহাম্মদ অহিদুজ্জামান, কবি খন্দকার আল-মামুন, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সাবেক সমাজসেবা কর্মকর্তা মিজান তালুকদার, অধ্যাপক রতন চন্দ্র দেবনাথ, সাংবাদিক মো. হানিফ খান, আব্দুর রহমান ঢালী, মো. আলমগীর হোসেন, শিক্ষক মো. আমিনুল হক প্রমুখ।
এর আগে কবি অহিদুজ্জামানের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোস্তফা কামাল।