নিজস্ব প্রতিবেদক : সিলেট শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সের ইনডোরে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
জানা যায়, ৪-১০ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।