জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিপামনি দেবী।
এসময় বক্তারা উপজেলার প্রতিটি সরকারী দপ্তরে জনগণকে সরকারী সবরকম সেবা প্রদানে আরও আন্তরিক হওয়ার আহবান জানানো হয়েছে। সরকারী দপ্তরে এসে জনগণ যেন সঠিক সেবা গ্রহন করতে পারেন এ বিষয়ে সবাই-কে নজর রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল,উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আবু জাহের।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো.আজিজুল হক খোকন।