গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 'বীর নিবাসের' ডালাই কাজ পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় বাঘা ইউনিয়নের এখলাছপুর ও পরগনা বাজার সংলগ্ন এলাকায় দুজন মুক্তিযোদ্ধার জন্য নির্মিত এ বীর নিবাস পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলার সাবেক সাংগঠনিক ডেপুটি কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক তোতা মিয়া, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ।
জানা যায়, প্রথম ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫০ জন অসহায় বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 'বীর নিবাস' তৈরি করে দেওয়া হচ্ছে। একেকটি বীর নিবাস তৈরি করতে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় হচ্ছে।