জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রিপা মনি দেবী।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জুলহাস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,
নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সারী বন বিট কর্মকর্তা আব্দুল খালিক (মনু), উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল।
এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শ্রীপুর, জৈন্তাপুর রাজবাড়ি ও লালাখাল বিজিবি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। সিলেট তামাবিল রাস্তায় সড়ক দুঘর্টনা রোধ, যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সিলেট তামাবিল সড়কে লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ ও সংস্কার কাজে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আহবান জানানো হয়।
ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার করতে গুরত্ব দেওয়া হয়েছে।