গোলাপগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় শুক্রবার (২৮ জুলাই) গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এসএসসিতে পাশের হার ৭৬.৮৮ শতাংশ ও দাখিলে পাশের হার ৬৫.৫৪ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৪৭৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩৫৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।
এদিকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি যৌথভাবে ১৮টি করে জিপিএ-৫ পেয়েছে এলবি গ্রীণ ফ্লাওয়ার ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়। দাখিলে একমাত্র কৈলাশ শাহনূর মাদ্রাসা ১টি জিপিএ-৫ পেয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বছর উপজেলায় এসএসসিতে পাশের হার ছিল ৮১.২১ শতাংশ ও দাখিলে পাশের হার ছিল ৭৬.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়ে ছিল ২০৮ জন।