সোমবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে এসএমপির বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানের সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
সোমবার সন্ধ্যায় এসএমপির বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এক যুবক আহত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি আরও বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরপরও পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।