গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদী রাজনৈতিক দল হার্ড লাইনের উগ্রপন্থি নেতা রাসমুস পালুদান কর্তৃক কোরআন পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বাদ জুম্মা আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন মাদ্রাসার আয়োজনে পৌর শহরের চৌমুহনী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ ওয়াহাব প্লাজার সামনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শায়খুল হাদিস মাও হিলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাও ওয়ারিছ উদ্দিন, আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাও ইকবাল হুসাইন, মাও ফরিদ উদ্দিন আহমদ, মাও আব্দুল হক, মাও আব্দুল মুহিব, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, ব্যবসায়ী সামছুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, 'উগ্রপন্থি নেতা রাসমুস পালুদান কোরআন পুড়ায় নি সে মুসলমানদের কলিজা পুড়িয়েছে। অতি শীগ্রই তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সুইডেন সরকারকে প্রকাশ্যে মুসলমানদের সামনে ক্ষমা চাইতে হবে। সমাবেশে সুইডেনের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।'
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসে তৌহিদ জনতা অংশগ্রহণ করেন।