বিজ্ঞপ্তি : পরিবেশ প্রকৃতি জলবায়ু বিশেষজ্ঞ বিজ্ঞানীরা কুমিল্লার দাউদকান্দির আদমপুর মতিন সৈকতের বাড়িতে এসে তাকে অভিনন্দন জানান।
গত (২৪ জুলাই) বিজ্ঞানীরা তার বাড়িতে আসেন।
এসময় তারা মতিন সৈকতের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কালাডুমুর নদী, প্লাবনভূমিতে মৎস্য চাষ প্রকল্প আপুসি, আপুবি, বিসমিল্লাহ, আদমপুর মৎস্য চাষ প্রকল্প, প্লাবনভূমি কেন্দ্রীক দেশের প্রথম পর্যটন অপূর্ব ট্যুরিজম, দেশের প্রথম প্রতিষ্ঠিত বাংলাদেশ পরিবেশ স্কুল।
তারা জানতে চান এসব প্রতিষ্ঠানের গড়ে উঠার ইতিহাস এবং জনসম্পৃক্তার বিষয়। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার এবং সম্প্রসারণের জন্য দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক এবং জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত প্রাপ্ত মতিন সৈকত তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশ্লেষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ, লেখক, প্রভা অরোরা'র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর গবেষক ড. কামরান উল বাসেত, প্রভা অরোরা'র উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ ড. আফতাব উদ্দিন, ডেভেলপমেন্ট রিসার্চ এসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক একে এম আমিনুল ইসলাম, গবেষক মেহনাজ মহিউদ্দিন।
সংশ্লিষ্ট গবেষক'রা এসময় মতিন সৈকতের হাতে উপহার সামগ্রী তুলে দেন।