রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে (৫ম পর্যায়ে) এক যোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, রিপন কুমার রায়, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মহি উদ্দিন আহমদ, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাঘা মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা আব্দুল গফফার।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসরেফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, প্রকৌশলী মাহমুদুল হাসান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা সুমন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।