সোমবার (৩১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন।
ঘটনার পর হামলাকারী আরপিএফ কনস্টেবল চেতন সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়।
আরপিএফ-এর পক্ষ থেকে বলা হয়, ‘জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের (১২৯৫৬) ভেতরে গুলি চালিয়ে এএসআই-সহ ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।’
কর্মকর্তারা জানায়, অভিযুক্ত চেতন সিং ভোর ৫টার দিকে তার অস্ত্র থেকে গুলি চালায়। এতে তার আরপিএফ সহকর্মী এবং এসকর্ট ডিউটির দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনে থাকা তিন যাত্রী নিহত হয়। তারা মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিল।’
নিহত এএসআই টিকা রাম মীনা রাজস্থানের সওয়াই মাধপুরের এবং অভিযুক্ত চেতন সিং উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা।