নিজস্ব প্রতিবেদক : দুটি কিডনি বিকল হওয়া রায়হান আহমদ (৪৫) গত ৩ দিন আগে দুই সন্তান ও পরিবারের জন্য হলেও পৃথিবীতে বাঁচার আকুতি জানিয়ে বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু তার আর বেঁচে থাকা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
গতকাল (২৫ জুলাই) বিকেল পোনে ৫টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী-এক ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
রায়হান আহমদের পরিবার থেকে জানা যায়, রায়হান আহমদ দীর্ঘ ২১ বছর সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি দেশে চলেন আসেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। দেশে আসার পর তিনি চিকিৎসার মাধ্যমে জানতে পারেন তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। এরমধ্যে তিনি তিনবার স্ট্রোক করেন। ব্যয়বহুল চিকিৎসা করিয়ে দীর্ঘদিনের জমানো টাকাও শেষ হয়ে গেছে। যে কারণে তিনি পৃথিবীতে বেঁচে থাকার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছিলেন। সহযোগিতা চাওয়ার পরের দিনই তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান।
রায়হান আহমদের মৃত্যুতে তার পরিবার আরও অসহায় হয়ে পড়েছে। কোন বিত্তবানরা যদি তার অসহায় পরিবারকে সহযোগিতা করতে চান নিচের নাম্বারে (01816726504- 01754309000) যোগাযোগ করতে পারেন।
এদিকে মঙ্গলবার রাত ১০টায় নিজ মোহাম্মদপুর শাহী ইদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।