জৈন্তাপুর প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি জামায়াত জোটের সংগঠিত অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (৩০ জুলাই) বিকেলে ৩টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে উপজেলা পরিষদ সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজার এলাকায় শহীদ মিনার প্রাঙ্গনে পথসভায় কর্মসূচীর সমাপ্তি হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহন করেন।