গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ জায়েদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সে ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের রেজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।